আব্দুর রউফ ভূঁইয়া- কিশোরগঞ্জ আজ রবিবার ১৩ নভেম্বর ভোর ০৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় এলাকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে ০১ টি পিকআপ তল্লাশি করে পিকআপের ভিতরে থাকা মাছের ড্রামের ভিতর এবং গাড়ির নিচে অভিনব কায়দায় তৈরি করা বক্সের ভিতর থেকে ১০০ কেজি গাঁজা সহ মোঃ আলমগীর (২১) নামের এক মাদক পাচারকারী কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি-২ এর সদস্যরা। আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। আটক মোঃ আলমগীর (২১) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হাড়িয়া গাইবাজার এলাকার মোঃ আজিজুলের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আলমগীর নিজ কে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক পাচার কারী হিসেবে স্বীকার করে বলেছে সে দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিল । এ বিষয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।