স্টাফ রিপোর্টার।
গফরগাঁও উপজেলার, নাগুয়ারি ইউনিয়নের সামুর্থা গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ হাসানের মাস্টার পোল্ট্রি ফার্ম এর দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ । জানা যায় গত ৫ বছর আগে গফরগাঁও বর্মী রুট হইতে মীর বাড়ী রোড়ে চামোথা আলিম মাদ্রাসা কাছে রাস্তার দুপাশে ১৫০০০ হাজার( লেয়ার) মুরগির ফ্রাম ঘরে তোলে। নাম প্রকাশ না করা ,শর্তে এলাকাবাসী জানায় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন এখান দিয়ে সাদুয়া,কান্দুলিটেক গুয়াইর,তললী, মাখন, ছোট বারইহাটির শত শত সাধারন মানুষ সহ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্থাটির পাশে পোল্ট্রি স্থাপন করায় এর দুর্গন্ধে তারা অতিষ্ঠ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানায় সরকারি বিধি অনুযায়ী পোল্ট্রি ফার্ম করতে হবে। যদি কেউ এর বাহিরে কিছু করে আমরা আইন অনিক ব্যবস্থা গ্রহণ করব। মিহির লাল সরদার উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জানায় এটা একটি ছাড়পত্র হীন পোলটি ফার্ম এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি এটা বন্ধের জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।