ফারদিন আহমেদ
ময়মনসিংহয়ে গফরগাঁও উপজেলার ঐতিহাসিক জব্বরনগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন । পরে একে একে বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন মিলাদ মাহফিল, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, পালন করে। আলোচনা সভায় বক্তারা জব্বার নগরের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। শহীদ আব্দুল জব্বার পরিবারের সদস্যরা জব্বার নগরে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, স্থাপনের দাবী জানান।