রাব্বি হাসান
গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নের স্বল্প সাবিলা গ্রামের আবুল হাসেমের পুত্র মোহাম্মদ সালেহ আকরাম উড় পাথর বিলের ফিশারিজ টি দখলে নেওয়ার পায়তারা চালাচ্ছে একই গ্রামের আবু তালেবের পুত্র মোহাম্মদ অনিক খান ও মোঃ জজ খান । এ ব্যাপারে সালেহ আকরাম বাদী হয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিজ্ঞ সহকারি জজ আদালতে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন । মামলার বিবরণীতে জানা যায় এলাকার কৃষকদের কাছ থেকে বাৎসরিক জমি ভাড়া নিয়ে মৎস্য চাষ করে আসছে তিনি। এই ফিসারিস টি জোর করে দখলে নেওয়ার জন্য গত ১৭/ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটায় একই গ্রামের আবু তালেব খানের ছেলে মোহাম্মদ অনিক খান ও মোঃ জজ খান তাদের দলবল নিয়ে শ্রমিকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । ফিশারির মালামাল রাখার ঘর ভাংচুর করে এবং পানির পাম বন্ধ করে দেয় ও শ্রমিকদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। খবর পেয়ে ফিশারির মালিক সালেহ আকরাম এলাকাবাসীকে নিয়ে ফিশারিতে আসলে তারা পালিয়ে যায় ।