রাব্বি হাসান।
ময়মনসিংহ জেলা, গফরগাঁও উপজেলায় পাগলা থানা ভাসুরের কামড়ে প্রবাসীর স্ত্রীর গুরুতর আহত। জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে
দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়ে আসছে।
খুরশিদ মহল গ্রামের মৃত নুরুদ্দিন বেপারীর ছেলে মোঃ শফিক মিয়া, ও নাজমুল দুজন আপন ভাই , নাজমুল দীর্ঘদিন ধরে কাতারের প্রবাসী। তার স্ত্রী শাশুড়ি ও সন্তানকে নিয়ে একই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
বড় ভাই শফিক মিয়া ও তার স্ত্রী প্রায় সময় ঝগড়ায় লিপ্ত থাকতো, পূর্বে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধরও করেছে। গত ২৮ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে ৭ বছর বয়সি নাবিল বাড়ির উপরে বড়ই গাছ থেকে বড়ই পারার চেষ্টা করে । বড়ই চালের উপরে পড়ে যাওয়ায় তার চাচী নাবিল এর উপর ভিষন ভাবে ক্ষিপ্ত হয়। নাবিলের আম্মা আম্বিয়া আক্তার রত্না এই বিষয়ে জিজ্ঞেস করলে বড় ভাইয়ের স্ত্রী চুলের মুঠিতে ধরে মাইধর করতে শুরু করে। এক পর্যায়ে শফিক এসে তার ছোট ভাইয়ের স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার ডান গালে কামড় দিয়ে মাংস আলাদা করার চেষ্টা করে ও রক্তাক্ত হয়। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। আম্বিয়া আক্তার রত্না পরদিন বাদী হয়ে পাগলা থানায় অভিযোগ দেয় । এই বিষয়ে শফিকের কাছে জানতে চাইলে শফিক জানাই ঘটনা ঘটেছে কিন্তু অস্বীকার করেছে সে কামড় দেয়নি। এলাকার সূত্রে জানা যায় এই ঘটনা শফিকেই ঘটিয়েছে এবং তার ছোট ভাইয়ের স্ত্রীর গালে কামড় দিয়েছে। সাবেক মেম্বার হরযত আলীর কাছে জানতে চাইলে এমন একটি ঘটনা ঘটেছে আমি শুনেছি