সকাল ১০টা ৫০ মিনিটের প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। তবে এখনও হতাহতের কোনো খবর জানায়নি পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।
তিনি জানান, খবর পাওয়া যায়, সায়েন্সল্যাবের পাশে একটি তিন তলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।