কৃষি প্রতিনিধি।।
করোনা কালীন সময়ে ইব্রাহিম খলিল এবং তার কয়েকজন বন্ধু মিলে কৃষি হেল্পলাইন নামক একটি ফেসবুক গ্রুপ খুলেন। গ্রুপের সাধারণ সম্পাদক সুব্রত সরকার বলেন তাদের প্রথম এবং প্রধান লক্ষ হচ্ছে কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য ও কৃষির বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করা এবং গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইব্রাহীম খলিল জানান কৃষি হেল্পলাইন এর পক্ষ থেকে কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য ও কৃষির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি তারা আরও একটি লক্ষে কাজ করতে যাচ্ছে সেটা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং স্কুল-কলেজ এর আঙ্গিনায় বৃক্ষরোপণ। ৩১শে জানুয়ারি ২০২৩ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর এর শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ এর উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: সাইফুল আজম খাঁন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এটি আই,শেরপুর।