ফারদিন আহমেদ
ময়মনসিংহ , গফরগাঁও উপজেলা কদমতলী গ্রামে সোনালী জাতের মুরগি পালন করে আসতেছে জুয়েল । পোল্ট্রি টি মালিক জুয়েল মিয়া । সাইলটিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পাশে আশরাফ আলীর ছেলে জুয়েল মিয়া প্রায় ২০ বছর ধরে লেয়ার, ভয়লার, সোনালী, পাকিস্তানি, বিভিন্ন জাতের মুরগি পালন করে আসছে পোল্ট্রি মালিক। জুয়েলের কাছ থেকে জানা যায় পূর্বে কয়েক জাতের মুরগি পালন করে আসছে। আজ থেকে ৬০ দিন আগে সোনালী মুরগির বাচ্চা নিজের অর্থায়নে কিনে নিয়ে আসে। খাদ্য ঔষধ ডাক্তার সকল কিছু নিজের অর্থায়নে চালিয়ে নিচ্ছে । পোল্ট্রি ফার্ম মালিক জানায় ২২০০ মুরগি সোনালী বাচ্চা পালন করে আসছে বাচ্চার বয়স হচ্ছে ৬০ দিন এক পিস মুরগির ওজন চলে আসছে ৮০০ থেকে ৯০০ গ্রাম। আর তিন থেকে চারদিন পর মুরগিগুলো বিক্রি করে দিতে পারবে এখনকার বাজারে প্রতি কেজি সোনালী জাতের মুরগিটির ২৯০ টাকা থেকে ৩০০ টাকা। সব মিলিয়ে মিলিয়ে খামারী এখন ভালো আছে । জানাই কিছুদিন ধরে তার ফার্মের মুরগিগুলো তেমন কোন বড় ধরনের রোগ বালাই হয়নি সেজন্য মুরগি পালন করে লছ গুনতে হচ্ছে না । পোল্ট্রি ফার্মের মালিক এখন অনেক ভালো আছে।