জাহাঙ্গীর আলম রেজভী কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা সুন্নি তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত পবিত্র আল কুরআনের থেকে ‘তাফসীরুল কুরআন মাহফিলে’ শুনতে হাজারো মানুষের ঢল নেমেছে। চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (১১ মার্চ) বেলা দুইটা থেকে শুরু করে মধ্যে রাত পর্যন্ত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য প্রদান করেছেন দেশবরেণ্য সুন্নি আলেম-ওলামাগণ। মাওলানা সারোয়ার আলম এর সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া কালিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়্যদ অসিয়র রহমান আল কাদেরী। মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম ফজলুল হক, মাওলানা সৈয়্যদ হাসান আল আযহারী ও মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল আজহারী। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, মাওলানা জয়নাল আবেদীন কাদেরী ও মাওলানা গোলাম রাব্বানী কাশেমী। তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী শাখার সভাপতি আলহাজ্ব শেখ আহমেদ, কর্ণফুলী গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলম মন্জু ,গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর সমন্বয়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, তাফসীরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফোরকান, হাজী ফজল আহমেদ, মাওলানা আব্দুল আলীম, মোঃ ফারুক, নুরুল আবছার আজাদ, হাফেজ মুহাম্মদ জমির, মোঃ লোকমান, হাজ্বী সাহেদ নুর, নূরুল আবছার আশিক, দিদারুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, কর্ণফুলী উপজেলার ও চরলক্ষ্যা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন দিন দুনিয়া ও মানবজাতিক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার আনুগত্য প্রকাশ ও ইবাদত বন্দেগী করতে। আল্লাহর পেয়ারা হাবিব রাসুলে পাক (দঃ) মাধ্যমে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত পবিত্র আল কোরআন কে প্রত্যেক মানব জাতি ও মুসলিম উম্মার জন্য দিকনির্দেশনা হিসেবে প্রেরণ করেছেন। রাসুলের সুন্নাহ ও পবিত্র আল কুরআনের নির্দেশনা মোতাবেক জীবনে চরিত্র গঠন করতে পারলে সমৃদ্ধ জাতি ও দেশ গঠন সম্ভব। ইহা ইহকাল ও পরকালের একমাত্র নাজাতের পথ।” মাহফিল শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।