ফারদিন আহমেদ।
ময়মনসিংহ, গফরগাঁও পাগলা, মশাখালি ইউনিয়নে মূখী শাহ্ মিসকিন মাজারের পশ্চিম পাশে পাথর ঘাটের সাথে সাত দিন আগে শ্বশুরবাড়ি থেকে দেড় লক্ষ টাকা যৌতুক আনার পরেও বউকে নির্যাতন করা থামেনি । মেয়েটির বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য ফজলুল হকের ছেলে আজিজুল হক দুই বছর হয়েছে তাদের বিয়ে বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে মেয়েটিকে । গত ৭ দিন আগে মেয়ের বাড়ি থেকে মা, মামা, বোন সকলে মিলে অনেক কষ্ট করে মেয়ের সুখের জন্য দের লক্ষ যৌতুকের টাকা জামাই ও তার বাবার হাতে কয়েকজন সাক্ষীর মাধ্যমে তুলে দেয়। ছেলে জানায় দেড় লক্ষ টাকা দিয়ে তার সমস্যা সমাধান হবে না। তার গার্জিয়ান অল্প টাকা দেওয়াতে অসন্তুষ্ট। তাদের বাড়ি থেকে দেড় লক্ষ টাকা কেন দিয়েছে সে প্রশ্ন করে মেয়ের উপর ভীষণভাবে উত্তেজিত হয়। আরো দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য মেয়ের পরিবারকে কঠিন ভাবে চাপ সৃষ্টি করে। তার স্ত্রী এই মুহূর্তে টাকা আর আনতে পারবে না জানাই স্বামীর পরিবারকে । তারপর থেকেই মারপিট শুরু করে। মার খেয়ে বহুবার জ্ঞান হারিয়ে ফেলে। টাকা দেওয়ার পরেও বন্ধ হয়নি অত্যাচার নির্যাতন। সোমবার রাতে ম ম স্ব স্বামীর ঘরে পড়েছিল এই মেয়েটি ছিল। চিকিৎসার জন্য নিয়ে যায়নি স্বামী আজিজুল হক সহ শশুর বাড়ির কোন লোকজন,, মঙ্গলবার সকালে মেয়ের বাড়ির লোক জন এসে মেয়েকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয় । মেয়ের মামা বাদী হয়ে পাগলা থানায় আভিযোগ দায়ের করা হয়েছে । পাগলা থানার পুলিশ জানাই তদন্ত করে আইনগত ব্যবস্থা হবে।