আরিফুল ইসলাম তন্ময়।
ময়মনসিংহ, গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র মরা নদীর পাড়ে চর অঞ্চলে এইবার হয়েছে সরিষা ভাম্পার ফলন। চর আলগি ইউনিয়নের চরমস্থলন্দ কালীর বাড়ি গ্রামের বাহার উদ্দিন মাস্টারের জমিতে সরিষা চাষ। ঘুরে দেখা যায় ফুলের পর সরিষা গাছে ঝুলে আছে ছড়া। কৃষি জমির ফলন দেখে চাষীরা খুশিতে হাসতে দেখা যায়। গফরগাঁও কৃষি অফিস থেকে ফ্রি বিজ ও সার দিয়েছে। জমির মালিকেরা নিজের খরচ দিয়ে ঔষধ কিনে ফসল ফলায়। সরিষার চাষ করে অনেক কৃষক কৃষানি স্বাবলম্বী হয়েছে চরের মানুষ। কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন মাস্টার জানায় আমার নিজের ১০০ শতাংশ জমির মধ্যে সরিষা ফলিয়েছি। সরিষা বিজ নভেম্বরে জমিতে ফালাইতে হয় । জানুয়ারি মাসে ফসল উঠাইতে হয়। অঞ্চলের দশ শতাংশ জমির মধ্যে দুই থেকে আড়াই মন সরিষা ফলানো যায়। মাস্টার জানাই তার ১০০ শতাংশ সম্পত্তির মধ্যে ২০ থেকে ২৫ মন সরিষা হতে পারে চল্লিশ কেজি সরিষা ৫ থেকে ৬ হাজার টাকা ধরে কৃষক বিক্রি করতে পারে। সাংবাদিকদের কে জানিয়েছে। সরিষা উঠিয়ে বোরো ধানের চাষ করা হয় । প্রতি কাটাতে ৮ থেকে ১০ মন করে বোরো ধানের ফসল ফলাইতে পারে। চড়ের জমিতে সকল ফসল হয়। কৃষকেরা নিজের শেষ মোটর দিয়েই পানি দিচ্ছে জমিতে।