ময়মনসিংহ, গফরগাঁওয়ে রইস উদ্দিন বিদেশ লোক পাঠানোর কথা বলে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতি বেসির কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকার অধিক প্রতারণা করে হাতিয়ে নিয়ে আত্মগোপনে আছে।
গফরগাঁও উপজেলা প্রতিনিধ।
মশাখালী ইউনিয়নের কান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে প্রতারক রইস উদ্দিন ( ২৫) বিদেশে লোক পাঠায় বলে প্রচার করে। চিটিংবাজ প্রথমে নিজের আত্মীয়-স্বজনকে বিদেশের অনেক লোভ লালসা দেখায়। তার নিজের এলাকার মানুষগুলো কে মিথ্যা কথা বলে বিভিন্ন লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেই। গ্রামের সহজ সরল গরিব অসহায় মানুষগুলোর যেন কষ্টের কোন শেষ নেই। রিকশা চালিয়ে, অন্যের বাড়িতে কাজ করে, কোনরকম চালাতে হচ্ছে তাদের সংসার,। পরিবারগুলো অনেক আশা নিয়ে পাসপোর্ট ও টাকা তার কাছে জমাদেয়। , বিদেশ যাবে, গিয়ে টাকা ইনকাম করে মা-বাবা ভাই-বোন সন্তান পরিবার সকলকে নিয়ে ভালো থাকবে সেই আশায়। প্রতারক রইস উদ্দিনের আত্মীয় রিটন মিয়া( ৩০) পিতা মোহাম্মদ রুহুল মিয়া, গ্রাম গয়েশপুর, ২। মোহাম্মদ ইলিয়াস( ২৫), পিতা মোহাম্মদ ফালু মন্ডল, ৩। মোঃ বাবুল মন্ডল( ৪০), পিতা- মৃত নুর হোসেন, উভয় গ্রাম , কান্দি, থানা পাগলা, ময়মনসিংহ। টাকাগুলো নিয়ে একের পর এক ঘুরাইতে থাকে। জাল ভিসা বানিয়ে তাদের হাতে ধরিয়ে দেয়, বিমানের টিকেটও জাল বানিয়ে তাদের হাতে দেয়। গ্রামের সহজ সরল মানুষগুলো দালালের হাতে দেওয়া টাকা ফেরত আনার জন্য মাসের পরে মাস তারিখ দিয়ে পার করে দিল কয়েকটি বছর। বিদেশ যাত্রী প্রতারক রইছ উদ্দিন বলে আপনারা বিদেশ চলে যাবেন, আপনাদের কেনাকাটা করে ফেলেন। তারাতো বিদেশ যেতে পারলোই না,। অনলাইনে চেক করে দেখে তাদের সকল কাগজপত্র জালিয়াতি করেছে। মোসাম্মৎ রহিমা,( ৩৬), স্বামী – মোহাম্মদ বাচ্চু মড়ল, গ্রাম কান্দি। রহিমা বাদী হয়ে রইস উদ্দিন এর বিরুদ্ধে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করে। সহজ সরল মানুষগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল।