ফারদিন আহাম্মেদ।
ময়মনসিংহ, গফরগাঁও উপজেলায়, পাঁচ বন্ধু মিলে স্বপ্নপুরী রেস্টুরেন্ট উদ্বোধন করেন। ২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল পাঁচটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিষ্টি বিতরণ করে উদ্বোধন করা হয় রেস্টুরেন্ট। এশিয়ান হাইওয়ে রোড সুরুজ মেম্বারের মোড় শিলাসি। প্রতিষ্ঠানটির মালিকগণ আনুমানিক ২৫ লাখ টাকার মতো ব্যয় করে স্বপ্নপুরী রেস্টুরেন্ট ফুটপার্ক এন্ড পার্টি সেন্টার প্রতিষ্ঠানটি চালু করেছেন। মোহাম্মদ এম এ জলিল, মোহাম্মদ মামুন রানা, মোহাম্মদ কামরুল হাসান রানা, মোহাম্মদ মনসুর আহমেদ, মোঃ শামীম আহমেদ খোকন,। শতভাগ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চয়তা থাকবে এই স্বপ্নপুরী রেস্টুরেন্টে। তাদের সবার মধ্যে রয়েছে গায়ে হলুদ, জন্মদিন, বিবাহ বার্ষিকী, ইফতার পার্টি, বিভিন্ন জায়গায় পার্সেলসহ, সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণে থাকবে রেস্টুরেন্টে। খাবারের তালিকার মধ্যে থাকবে সকল ধরনের বার্গার, ক্লাব সেন্ডুস, বিশেষ খাবারের মধ্যে থাকবে থাই নেক্স ফ্লাইট রাইস, চাইনিজ মিক্স চিকেন ফ্লাইট রাইস। স্বপ্নপুরী স্পেশাল চাউমিন,। থাই স্পেশাল সব ভেজিটেবল প্লেয়ার সুপ। মনমুগ্ধকর ও নিরিবিলি পরিবেশে শতভাগ সেবা দিবে বলে জানান মালিকগণ।