ফারদিন আহাম্মদ
ময়মনসিংহ, গফরগাঁও উপজেলায় পূর্বের শত্রুতার জের ধরে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে । দীর্ঘদিন আগে কাদিরের ফিশারি নিয়ে নুরুজ্জামানের সাথে ঝগড়া হয় । নুরুজ্জামান কাদির কে দাও দিয়ে পেটে খুব দেয় ভুরি বেরিয়ে যায়। এই ঘটনা আকিব ও ইয়াসিন ঘটনাটি দেখতে পায়। কাদির বাদী হয়ে নুরুজ্জামানদের বিরুদ্ধে থানায় একটি মামলা করে । মামলার সাক্ষী হওয়ায় আকিব ও ইয়াসিনকে হুমকি দিতে থাকে । পূর্বের ঘটনার শত্রু তার যের ধরে ১৯/ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার বিকাল পাঁচটায় আমাদের বাড়ির পশ্চিম পাশের ফসলি জমিতে কাজ করিয়া বাড়িতে ফেরার পথে সাক্ষী জামাল খা এর বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছা মাত্রই নুরুজ্জামান ও তার দলবল নিয়ে দেশি বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের উপ অতর্কিতভাবে হামলা করে । তাদের চিৎকার চেঁচামেচি শুনে তার পিতা হাফিজ উদ্দিন হাবি খান ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে । নুরুজ্জামানের হাতে থাকা রামদা দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে হাফিজ উদ্দিন হাবির মাথায় কুব দিয়ে গুরুতর যখন করে। মোস্তফা রামদা দিয়া হাফিজ উদ্দিনের বাম চোখের নিচে কুবদিয়া গুরুতর রক্তাক্ত যখন করে। সুরুজ খা লোহার রড দিয়ে পায়ের হাঁটুতে হাড় ভাঙ্গা গুরুতর যখন করে। মনির মিয়া বাসের লাঠি দিয়া মুখে বাড়ি দিয়া ২ টা দাঁত ভেঙ্গে দেয় । তাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে । তাদের চিকিৎসা চলছে। মিনারা খাতুন বাদী হয়ে পাগলা থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অফিসার ইনচার্জ জানায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবে।