ফারদিন আহমেদ: ময়মনসিংহ, গফরগাঁও উপজেলা,পলিথিন পুড়িয়ে পচা চামড়া গুলিয়ে বানাচ্ছে ঘাম। রসুলপুর ইউনিয়নে বরভরা নতুন বাজারের উত্তর পাশে আমৃতলার রাস্তার পূর্ব পাশে কাঁচামাল তৈরির নাম করে পচা চামড়া ও পলিথিন পুরিয়ে করছে ঘাম জাতীয় পণ্য। যার দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আশেপাশের মানুষ। এই কারখানার পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাফিজিয়া মাদ্রাসা। তার প্রভাব পরেছে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে। এলাকার লোকের কাছে ফ্যাক্টরি আছে কিনা জানতে চাইলে পরিবেশ দূষিত করে ফেলছে একই উত্তর দেন সকলেই। তারা বলেন এটার গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা ও বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। জানা যায় প্রতিষ্ঠানটির মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কোন কথা বলতে পারেনা। ঢাকার দুজন ব্যবসায়ী রিয়াজ মোল্লা আশরাফ ও স্থানীয় মোশাররফ জায়গার মালিক বলেন, আমরা শুধু জায়গা ভাড়া দিয়েছি কিছু দুর্গন্ধ হয় স্বীকার করেন। এলাকাবাসী মৌখিকভাবে ইউপি চেয়ারম্যান মইন সরকার কে বিষয়টি অবহিত করেন । চেয়ারম্যান জানায় মৌখিকভাবে এলাকার লোকজন তাকে এই দুর্গন্ধের বিষয়ে অবগত করেছেন। চেয়ারম্যান বলেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো। কোন ধরনের কাগজ তাদের কাছে নেই। ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সটি ও পর্যন্ত নেই। এলাকাবাসী গফরগাঁও থানা পুলিশ কে অভিযোগ দিলে এসে ফ্যাক্টরিটি বন্ধ করে। চেয়ারম্যান জানায় কিছুদিন বন্ধ থাকার পর আবার কি করে পুনরায় চালু হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে এই দুর্গেন্ধর হাত থেকে বাঁচতে চায়।