যশোরের অভয়নগরে স্ত্রী শুকুরন বেগমকে (৩০) শ্বা’স’রো’ধ করে হ’ত্যার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল আহমেদ (৩৮) ওরফে বিল্লালের বিরুদ্ধে। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বুইকরা গ্রামের গরুহাটা এলাকায় বিল্লালের বাড়ি থেকে শুকুরনের ম’র’দে’হ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে বিল্লাল পলাতক রয়েছেন। তিনি বুইকরা গ্রামের নেছার উদ্দিনের ছেলে।শুকুরন বেগমের ভাই মো. রায়হান বলেন, তার ভগ্নিপতি বিল্লাল ইজিবাইকচালক। তিনি প্রায়ই তার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। রোববার রাত আনুমানিক ৮টার দিকে তার বোন ফোন করে বলেন, ‘তোর দুলাভাই আমার সঙ্গে খারাপ আচরণ ও মারপিট করেছে। সকালে আমার সঙ্গে দেখা করতে আসবি ভাই।তিনি আরও বলেন, সোমবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় বোনের বাড়িতে এসে দেখি শোয়ার ঘরে খাটের ওপর বিছানার চাদর দিয়ে আমার বোনের ম’র’দে’হ ঢেকে রাখা হয়েছে। আমার বোনকে বিল্লাল গলায় ওড়না পেঁচিয়ে শ্বা’স’রো’ধ করে হ’ত্যা করে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করবো…!!