ফারদিন আহমেদ।
ময়মনসিংহ, গফরগাঁও উপজেলায়, বোরো ধানে সবুজে সবুজে ভরে গেল ফসলে জমি। সাইলটিয়া ইউনিয়নের কালাইপার গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আজিজুল হক দুই একর জমিতে বুড়ো ২৮ ধানের চারা মাঘ মাসে রুপন করেছে।বিভিন্ন সার ঔষধ পানি ব্যবহার করে আসছে। জমির মাটিগুলো অনেক ভালো , ফসলে কোন ধরনের পোকা মাকড় ও রোগ দেখা দেয় নি। কৃষক জানিয়েছে অল্প খরচেই তাদের ফলন ভালো হচ্ছে। এইবার ফুনাফা বেশি হবে এমন টা আশা করছে । জানাই তিন মাস পর পর ধানগুলো কাটার সময় হয়, বোরো ধানের ফলন দেখে মালিকেরা খুশি। আগের তাদের জমির আশেপাশে অনেক মালিকের জমি ফাঁকা ছিল। পূর্বে তার ফসল দেখে ফাকা জমি গুলোর মালিক এইবার বিভিন্ন জাতের ধানের ফসল রুপন করেছে এবং ভালো ফলন হয়েছে। তারাও অনেক খুশি প্রতিবছরেই ধানের আবাদ করবে বলেই সাংবাদিকদের কে জানিয়েছে।