মোঃআরফাত ছিদ্দিকী(চট্টগ্রাম প্রতিনিধি)ঃ
১৩ মার্চ ২০২৩ তারিখ সকাল ১১ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে আসন্ন পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় তিনি পবিত্র মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন।
নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।