রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন বাংলাদেশের সময় ২৪ ওয়েবসাইটে

*”পরিবেশ এর ভারসাম্যে রক্ষায় হাত বাড়িয়ে দিলো ” এসকিউ গ্রুপ “*

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

মো:মোস্তফা কামাল ময়মনসিংহ জেলা প্রতিনিধি,

ইউ.এস গ্রীন বিল্ডিং কাউন্সিল হতে( *Leed Platinum)* সনদ প্রাপ্ত. বাংলাদেশের বৃহত্তম পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান ” এসকিউ গ্রুপ” নিজেদের অভ্যন্তরীন গন্ডি পেরিয়ে অদ্য ১৫ই মার্চ ২০২৩ ইং রোজ – বুধবার গাজীপুরস্থ “শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ” এ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে স্কুলের সকল ছেলে-মেয়েদের জন্য পরিবেশবান্ধব বেশ কিছু ” কাভার বিন, ওয়েষ্ট বিন এবং পরিবেশ বান্ধব গাছ বিতরণ ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। কোম্পানির কমপ্লায়েন্স ব্যবস্থাপক উত্তম দে এবং প্রশাসন ব্যবস্থাপক জনাব নাইজেন সকল বিতরণকৃত মেটারিয়ালস গুলোর গুরুত্ব এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও পরিবেশের গুরুত্ব ও বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন। উক্ত কর্মসুচীতে শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা সিদ্দিকা আক্তার, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম এবং শ্রীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়বৃন্দ পরিবেশের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও গত ২৮শে ই ডিসেম্বর, ২০২২ ইং তারিখে এসকিউ গ্রুপ, গাজীপুর, শ্রীপুররস্থ জৈনা বাজার সংলগ্ন ” এইচ.এ.কে একাডেমি” তে একই পরিবেশ বান্ধব কর্মসুচী গ্রহন করে এবং সকল শিক্ষার্থীদেরকে গাছ, কাভার বিন এবং ওয়েষ্ট বিন প্রদান করে।
পরিশেষে প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স ব্যবস্থাপক জনাব, উত্তম দে বলেন, উক্ত কার্যক্রম ভবিষ্যতে আরোও বড় পরিসরে করা হবে এবং সকলকে পরিবেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে পরিবেশের উপর কাজ করার জন্য অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin